
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০৪:১৭ এএম
এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

ছবি- সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।
আজ রোববার (১৫ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারাও (সাংবাদিকরা) লিখেছেন এবার ঈদুল আজহা উদযাপনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরেছে ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে। এখন ঢাকাসহ বিভিন্ন শহরে সবাই নিরাপদে ফিরছে এবং যার যার কর্মস্থলে যোগদান করছেন।
সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ইন্ডিয়ার হাইকমিশনার আমাদের অফিসে এসেছিলেন। তার সঙ্গেও আমাদের কথা হয়েছে। ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, যথাযথ প্রক্রিয়ায় তাদের পাঠালে গ্রহণ করা হবে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে।
নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ তো ফিক্সড করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখনই ডেট ফিক্সড করবে বা যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরএস/