Logo
Logo
×

মিডিয়া

আপা আর ফিরে আসবেন না: মাহমুদুর রহমান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

আপা আর ফিরে আসবেন না: মাহমুদুর রহমান

ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার অধ্যায় শেষ বলে মন্তব্য করেছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার ভাষায়, “আপা আর ফিরে আসবেন না, তার অধ্যায় এখানেই শেষ।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোরে আয়োজিত ‘জুলাই বিপ্লবের পরবর্তী ধাপ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন

বক্তব্যে তিনি আগাম জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেনএই নির্বাচনে জনগণ যেন কোনোভাবেই ‘ভারতের স্বার্থসংশ্লিষ্ট’ প্রার্থীকে ভোট না দেয়।

তার মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন হলে দিল্লির রাজনৈতিক দাপট ও কূটনৈতিক চাপ মোকাবিলা করা সহজ হবে।

তিনি আরও দাবি করেন, ভারত নাকি কখনোই বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন চায় না। তাই তরুণদেরকেও সতর্ক থেকে দায়িত্ব নিতে হবে। মাহমুদুর রহমানের ভাষায়, “তরুণদের দেখাতে হবেভারতের ছত্রছায়ায় থেকে আর কেউ বাংলাদেশে ক্ষমতায় যাওয়া বা টিকে থাকা সম্ভব নয়।”

তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে যদি বিদেশি প্রভাবমুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করা যায়, তবে সেই প্রতিনিধি প্রয়োজনে ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধেও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবেন।

সভায় উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং লেখক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন