ছবি : বাংলা বায়ান্ন টিভির লগো উন্মোচন
শুক্রবার রাজধানীর এক হোটেলে বিকাল ৫ টায় রেজিস্ট্রার্ড অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ এর আয়োজনে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এসোশিয়েশন এর সভাপতি কাজী আওলাদ হোসেন এর সভাপত্বিতে মানবতন্ত্র প্রতিষ্ঠা ও গুজবরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানে আলোচক ছিলেন দিগন্ত মিডিয়া কর্পোরশনের চেয়ারম্যান, শিব্বির মাহমুদ, ok Bangladesh সম্পাদক, শিহাব রিফাত আলম, সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক সালাউদ্দিন সাদী, বাংলা ৫২ নিউজ ডটকমের সহ-সম্পাদক লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান। এদিন কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন কবি, সমাজবিজ্ঞানী, অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তমিজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সত্য ও নিষ্ঠার সাথে লিখতে হবে। যেটা সত্য জাতির কাছে তুলে ধরতে হবে। এছাড়া তিনি বাংলা ৫২ টিভির সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে গুনিজন সম্মাননা দেয়া হয়। যাদের মধ্যে ছিল সাহসী সাংবাদিকতার জন্য মনোনীত আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের, জাতীয় অবদানের জন্য মনোনীত মেজর (অব.) ফজলে এলাহি আকবর, রাইজিং লিডারের জন্য মনোনীত মেজর (অব.) আবদুল্লাহ মাহমুদ, ক্রীড়ার জন্য মনোনীত মেজর (অব.) রায়হান আজাদ, সমাজসেবা ও মানবিকতার জন্য মনোনীত লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ সহ আরো অনেকে। এদিন কেক কাটার মাধ্যমে বাংলা ৫২ টিভির লগো উন্মোচন করা হয়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।



