নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন (৮৩) মারা গেছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল।
উল্লেখ্য, গত ৩০ মে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলমগীর মহিউদ্দিন। তখন দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবারও একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) মারা যান তিনি।



