Logo
Logo
×

মিডিয়া

গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত-ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০২:৩২ পিএম

গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত-ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

সম্প্রতি গণমাধ্যম নিয়ে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি'র তোলা অভিযোগকে 'অনাকাঙ্ক্ষিত ও ঢালাও' উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সম্পাদক পরিষদ।

বুধবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংগঠনটি।

এতে বলা হয়, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি' আয়োজিত 'জাতীয় যুব সম্মেলন ২০২৫'-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে 'গণমাধ্যম গণঅভ্যুত্থানে জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে' এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো 'গোয়েন্দা সংস্থার মুখপাত্র' হিসেবে কাজ করছে।এর পরিপ্রেক্ষিতে সম্পাদক পরিষদ বলেছে, গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সম্পাদক এবং সাংবাদিকরা নানা ধরনের নিপীড়ন, হয়রানি ও দমনপীড়নের শিকার হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে এসেছে। বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে গণঅভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে এবং একইসঙ্গে অনেক ভয়-ভীতির মধ্যে কাজ করতে হয়েছে।

অভ্যুত্থান-পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখা ও সরকারের নানা সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে গঠনমূলক ভূমিকা রাখছে।

জাতীয় যুবশক্তির সম্মেলনে দেওয়া এ ধরনের ঢালাও মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সেই সঙ্গে সব পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন