
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ১২:৪১ এএম
ডিইউজের সভাপতি তপুর মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম

ডিইউজের সভাপতি ও যমুনা টিভির বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু ও ডিআরইউ-র সাবেক সহসভাপতি ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক দীপু সরোয়ারের মমতাময়ী মা আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা-কমীরা। সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। আজ বাদ এশা সিরাজগঞ্জের রহমতপুরে প্রয়াতের জানাজা শেষে দাফন করা হয়।