BETA VERSION শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

Swapno

মিডিয়া

যুগান্তর পত্রিকার সাংবাদিক মামুনকে বরখাস্তের ঘটনায় বিপ্লবী সাংবাদিক ইউনিয়নের নিন্দা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:০২ এএম

যুগান্তর পত্রিকার সাংবাদিক মামুনকে বরখাস্তের ঘটনায় বিপ্লবী সাংবাদিক ইউনিয়নের নিন্দা

দৈনিক যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের নিন্দা জানিয়েছে বিপ্লবী সাংবাদিক ইউনিয়ন।

বুধবার (১৬ জুলাই) সংগঠনটির সদস্য সচিব আনোয়ার এইচ. এ. হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে, সাংবাদিকদের অধিকার আদায়ের ন্যয়নিষ্ঠ ও নিরপেক্ষ সংগঠন বিপ্লবী সাংবাদিক ইউনিয়নের আহবায়ক হাবিবুল্লাহ মিজান ও সদস্য সচিব আনোয়ার এইচ, এ. হক এক যৌথ বিবৃতিতে বস্তুনিষ্ঠ প্রতিবেদন করার জেরে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের নিন্দা জানিয়েছে।

ঢাকার মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ড নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন করেছিলেন অপরাধ বিষয়ক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

সেই প্রতিবেদনে ঢাকা-৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইসহাক সরকারের নামও আসে স্থানীয়দের বরাতে। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রতিবেদনে অভিযুক্ত ইসহাক সরকারের অভিযোগ অস্বীকার করার বক্তব্যও হুবহু উদ্ধৃত করা হয়েছিল।

এছাড়া এ ধরনের সংবেদনশীল প্রতিবেদন প্রকাশের আগে তা একাধিক সম্পাদনাগত পর্যায়ের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যায়- যার মধ্যে সাব-এডিটর, সিনিয়র এডিটর, নিউজ এডিটরও থাকেন। সেক্ষেত্রে শুধুমাত্র প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুনকে একতরফাভাবে বরখাস্ত করা ন্যায়বিচারের পরিপন্থী এবং তা গভীর উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপ্লবী সাংবাদিক ইউনিয়ন দৈনিক যুগান্তর পত্রিকার এই সিদ্ধান্ত নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছে। যদি প্রতিবেদনে কোনো তথ্যগত ত্রুটি থাকত, তাহলে পত্রিকাটি তার জবাবে সংশোধনী বা প্রতিবাদলিপি প্রকাশ করতে পারত। অথচ শুধুমাত্র প্রতিবেদককে এককভাবে দোষারোপ করা হয়েছে বলে মনে হচ্ছে- যা প্রকৃতপক্ষে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এবং নৈতিক সাংবাদিকতার মৌলিক নীতিমালার লঙ্ঘন।

বিপ্লবী সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এহেন অন্যায্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা অবিলম্বে আব্দুল্লাহ আল মামুনকে পূর্ণ সম্মানসহ পুনর্বহাল করার এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

অন্যথায় বিপ্লবী সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বিপ্লবী সাংবাদিক ইউনিয়ন দেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলকে অনুরোধ জানাচ্ছে, তারা যেন সাংবাদিকদের ওপর ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি থেকে অবিলম্বে বের হয়ে আসে, যা অতীতের সব স্বৈরশাসক সরকারের নিয়মিত চর্চা ছিল।


সাংবাদিক বরখাস্ত যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com