
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম
উত্তর জনপদের সাংবাদিকতার পথিকৃৎ মমিনুল ইসলাম মঞ্জু আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম

ছবি : মরহুম মমিনুল ইসলাম মঞ্জু
উত্তরাঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সহ একাধিক গ্রন্থের রচয়িতা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এখন টিভির প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু (৭০) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুস সহ নানা রোগে ভুগছিলেন। তাঁর নামাজে জানাজা আজ ১৭ জুলাই '২৫ রোজ বৃহস্পতিবার বাদ আছর কুড়িগ্রাম শহরের নিজ বাসভবন সংলগ্ন মুন্সীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং ৫.৪৫মিনিটে কুড়িগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে তাঁর স্ত্রী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিন পুত্র সহ গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লখ্য, মমিনুল ইসলাম মঞ্জু ১৯৭২সালে রিভার ভিউ উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। একই কলেজ থেকে বিএ পাস করেন।
মমিনুল ইসলাম মঞ্জু ভাই ১৯৭৪ সালে দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে কুড়িগ্রামে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে থানা আনসার এ্যাডজুডেন্ট হিসেবে বেশ কয়েক বছর কর্মরত থাকার পর পুনরায় সাংবাদিকতায় ফিরে আসেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এখন টিভিতে কর্মরত ছিলেন। তিনি মুক্তকন্ঠ, ইটিভি, সমকাল, সময় টিভি সহ অনেক পত্রিকায় কাজ করেছেন। তাছাড়া কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সহ অনেক গ্রন্থের রচয়িতা। তাকে তথ্যের ভাণ্ডার বলা হতো। তার পিতা অ্যাডভোকেট আব্দুল করিম একজন ভাষা সৈনিক।