Logo
Logo
×

আইন-আদালত

ব্ল্যাকমেইল : সাংবাদিক পরিচয়ধারী ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক :

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১০:৪৩ পিএম

ব্ল্যাকমেইল : সাংবাদিক পরিচয়ধারী ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী

ছবি-যুগের চিন্তা

গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদের পাড় মিডিয়া পার্ক এলাকা থেকে ব্ল্যাকমেইল করে ছয় লাখ টাকা আদায়ের অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ জুন) বিকেলে গফরগাঁও পৌরসভার সালটিয়া ব্রিজ মিডিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রকে আটক করা হয়। দুই ঘন্টার এই অভিযানে

সন্ধ্যায় দুইজন এবং রাত সোয়া ৭টার দিকে আরও একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,খাদিমুল ইসলাম (৪০),সলিমুল্লাহ (৪২) এবং মাজাহারুল হক (৫০)। এই তিনজনই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী আনারুল হক (৩৭) এর বাড়ি উপজেলার  চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে। তিনি অভিযোগ করেন,আটকৃত তিন ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি ও মানহানিকর তথ্য প্রকাশের হুমকি দিয়ে তার কাছ থেকে মোট ছয় লাখ টাকা আদায় করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগের সত্যতা স্বীকার করে। 

গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা রাত নয়টার দিকে আটকৃতদের গফরগাঁও থানায় হস্তান্তর করে।

অভিযানের নেতৃত্ব দেন  এফএস সার্জেন্ট আজিজ এবং সেনাসদস্যরা। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গফরগাঁও থানা পুলিশ বিষয়টি আইনগতভাবে তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এই অপরাধ সংঘটিত করে। 

স্থানীয় নিউজ পোর্টাল  প্রতিদিনের বাংলাদেশ  এর পরিচয়ধারী এই তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন