Logo
Logo
×

আইন-আদালত

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ দইজন গ্রেপ্তার

Icon

বগুড়া অফিস:

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ দইজন গ্রেপ্তার

ছবি-যুগের চিন্তা

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখা।  বৃহস্পতিবার রাতে শহরের পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়া সদরের হুকমাপুর এলাকার মৃত ফারাজ মুন্সির ছেলে জাহিদুল ইসলাম (৩০) এবং  নন্দীগ্রামের কড়ইহাট এলাকার আশরাফুল ইসলামের ছেলে এরশাদ আলী (৩৫)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দুটি মোটরসাইকেল। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। 

পুলিশের এই কর্মকর্তা জানান,  গত ১১ জুন রাতে এক ভুক্তভোগী তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাড়া বাড়ির গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান, তার শয়নঘরের দরজা বাইরে থেকে বন্ধ। তার চিৎকারে অপর ভাড়াটিয়া সুমন ও প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খুলে দেয়। পরে দেখা যায়, গ্যারেজ থেকে দুটি মোটরসাইকেল চুরি গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। পরে ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তারসহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন