Logo
Logo
×

আইন-আদালত

লুটপাট, সেনাবাহিনীর হাতে আটক ৩ ‘সমন্বয়ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:২৪ পিএম

লুটপাট, সেনাবাহিনীর হাতে আটক ৩ ‘সমন্বয়ক

ছবি- সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটার পুষ্পকাটি গ্রামে আওয়ামী লীগ নেতা এক ইউপি সদস্যের বাড়িতে হামলা-মারধর ও চাঁদাবাজির অভিযোগে তিন ‘সমন্বয়ককে’ আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে দেবাহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া তিনজন হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের ছাত্র সমন্বয়ক নাহিদ হাসান, শ্যামনগরের কৈখালি গ্রামের আব্দুর রহিম এবং আশাশুনি উপজেলার আব্দুর রহমান।

ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, দুপুরের দিকে পাঁচজন ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে পড়েন। তারা নিজেদের সমন্বয়ক ও পুলিশ সদস্য বলে পরিচয় দেন। পরে তিনজন রব্বানীর ঘরে ঢুকে এবং বাকি দুজন আব্দুর রবের ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুটে নেন।

ঘটনা জানাজানি হলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় সেখান থেকে দুজন পালিয়ে গেলেও বাকি তিনজনকে আটক করেন স্থানীয়রা। এরপর সাতক্ষীরার সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর একটি দল এসে তিনজনকে ধরে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ বলেন, রব্বানী মেম্বার দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছেন। তাই জেলা সমন্বয়করা তাকে ধরতে গিয়েছিলেন। তারা বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু রব্বানীর পরিবারের লোকজন উল্টো সমন্বয়কদের ‘ডাকাত’ বলে অপপ্রচার চালিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন।

এদিকে এ ঘটনায় ইউপি সদস্য গোলাম রব্বানীর স্ত্রী দেবহাটা থানায় এসেছে।


দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, তিনজন সমন্বয়ক আটকের খবর পেয়েছি। যেহেতু সেনাবাহিনী তাদের নিয়ে গেছে, তাই এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন