Logo
Logo
×

আইন-আদালত

প্যারোলে মুক্তির পর কারাগারে ফিরলেন সাংবাদিক দম্পতি রুপা-শাকিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:৩৩ পিএম

প্যারোলে মুক্তির পর কারাগারে ফিরলেন সাংবাদিক দম্পতি রুপা-শাকিল

ছবি- সংগৃহীত

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাওয়া সাংবাদিক ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে জানাজা শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্যারোলে মুক্তির পর রুপার হাতে  হাতকড়া পরায়নি পুলিশ।

সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) বার্ধক্যজনিত নানা জটিলতায় গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরের নিজ বাসায় মারা যান। পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হলে বুধবার বিকেলে চার ঘণ্টার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্স থেকে সাংবাদিক দম্পতিকে প্যারোলে মুক্তি দেয়া হয়।

ফারজানা রুপা বন্দি ছিলেন কাশিমপুর মহিলা কারাগারে এবং তার স্বামী শাকিল আহমেদ হাই সিকিউরিটি কারাগারে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা মুক্তি পান। পুলিশের পাহারায় রাত সাড়ে আটটার দিকে তাঁরা পৌঁছান ময়মনসিংহ সদরের ঘাগড়া দাঁড়িয়াকান্দা গ্রামে। সেখানে মৃত মায়ের পাশে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন রুপা।

জানাজা ও দাফন শেষে রাত সোয়া নয়টার দিকে শাশুড়ির কবরের পাশে দোয়া পড়েন শাকিল আহমেদ।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন