
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম
চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষকের আমৃত্যু কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম

ছবি- সংগৃহীত
চট্টগ্রামে ছয় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসা শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৪ জুন) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন (৪২) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের গোলমুর রহমানের ছেলে। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নাজিম উদ্দিন ওই ঘটনার সময় নগরের পাঁচলাইশে একটি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক পদে কর্মরত ছিল।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি শফিউল মোরশেদ চৌধুরী বলেন, ‘আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিল। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।’ ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় দেন বিচারক।