
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১১:০০ এএম
অধ্যাপক আনোয়ারা গ্রেফতারের পর উদ্বেগে মামলা থাকা জবির শিক্ষকরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:২০ পিএম

ছবি- সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনোয়ারা বেগম একটি হত্যাচেষ্টা মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন। এর পর থেকে মামলা থাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরাও আছেন উদ্বেগে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত এমন শিক্ষক আছেন ১৪ জন। এর মধ্যে পাঁচজন আপস করে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দায়ের করা কয়েকটি মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আসামি করা হয়েছে। গত ২৮ মে জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অধ্যাপক ড. আনোয়ারা বেগমকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যও ছিলেন। বর্তমানে তিনি কারাবন্দি।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় দায়ের করা দুটি মামলার একটি দায়ের করেন ছাত্রদলের আহ্বায়ক সদস্য অনিক কুমার দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনিক কুমার দাসের পেটে গুলি লাগে।
ওই ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে অন্য অভিযুক্তদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষকের বিরুদ্ধে তিনি গত ২২ নভেম্বর মামলা করেন। মামলার আসামি শিক্ষকরা হলেন- অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসফিক হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর জাহাঙ্গীর হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর ড. মোস্তফা কামাল, সাবেক সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিল্টন বিশ্বাস, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার লিপি ও ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শাসুল কবির।