
প্রিন্ট: ২৮ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০১:১৯ পিএম

২০০১ সালের বাংলা নববর্ষে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের ঘোষণা শুরু করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টা ২০ মিনিটে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা শুরু করেন।
আদালত জানিয়েছেন, রায়ের প্রাথমিক পর্যায়ে মামলার সাক্ষ্য উপস্থাপন করা হবে এবং সাজার অংশ পরে জানানো হবে।
আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গত ৩০ এপ্রিল এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট।
রমনা বটমূলে ২০০১ সালের ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ ওই বোমা হামলায় ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হন। হামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে দুটি মামলা (হত্যা ও বিস্ফোরক আইনে) দায়ের করা হয়। ২০১৪ সালের ২৩ জুন হত্যা মামলার রায়ে আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজন হাইকোর্টে ফৌজদারি আপিল এবং জেল আপিল দায়ের করেন। মামলার শুনানি শেষ হয় ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি। তবে বিস্ফোরক আইনে করা মামলাটি এখনও ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন, যেখানে ১৭ মে আত্মপক্ষ সমর্থনের শুনানি নির্ধারিত রয়েছে।
প্রসঙ্গত, একই ঘটনায় যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার দায়েও সাজাপ্রাপ্ত মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।