Logo
Logo
×

আইন-আদালত

পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম

পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ

সায়মা ওয়াজেদ পুতুল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা রাজধানীর গুলশান-১ এলাকার একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ফ্ল্যাটটির রক্ষণাবেক্ষণের জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল), দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল ফ্ল্যাটটি হস্তান্তরের চেষ্টা করছেন। এ অবস্থায় দুর্নীতির তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে। তাই আদালতের অনুমোদন নিয়ে ফ্ল্যাটটি ক্রোক করার প্রয়োজনীয়তা রয়েছে। আদালত উক্ত আবেদনের ওপর শুনানি শেষে ফ্ল্যাট ক্রোক এবং তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেন।

এর আগে গত রোববার প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। 

এছাড়া, চলতি মাসের শুরুতে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে করা ছয়টি মামলার মধ্যে ১০ এপ্রিল শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে এবং ১৩ এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে গুরুতর অনিয়ম হয়েছে। গত বছরের ২৬ ডিসেম্বর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করে দুদক।

তিনটি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ মোট ১৬ জনকে অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন