Logo
Logo
×

আইন-আদালত

মেজর সিনহা হত্যা মামলা : হাইকোর্টে আপিল শুনানি শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম

মেজর সিনহা হত্যা মামলা : হাইকোর্টে আপিল শুনানি শুরু

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষে পেপারবুক উপস্থাপন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা দিপ্তী। তার সঙ্গে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও লাবনী আক্তার।

এর আগে ২১ এপ্রিল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মামলাটিকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দেন এবং যাবতীয় নথি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। পরে তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলা করেন। র‌্যাবের তদন্তে মামলাটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত হয় এবং ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রায়ে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বাকি সাত আসামিকে খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে এবং দণ্ডিতরা আপিল করেছেন। বর্তমানে এসব শুনানি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন