Logo
Logo
×

আইন-আদালত

সরকার পতনের রাতে সংসদ ভবনে পালিয়ে ছিলেন পলক ও স্পিকারসহ ১২ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম

সরকার পতনের রাতে সংসদ ভবনে পালিয়ে ছিলেন পলক ও স্পিকারসহ ১২ জন

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন পলক। 

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে তিনি এ তথ্য দেন।

শুনানিতে পলক বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি চাই, আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করা হোক।

শুনানি শেষে আদালত রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন