
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৪:২৮ এএম
মেজর সিনহা হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:১৩ এএম

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি আজ (বুধবার) থেকে হাইকোর্টে শুরু হচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে মামলাটিকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই লক্ষ্যে মামলার সব নথি পাঠানো হয়েছে হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে। হাইকোর্টের চলতি কার্যতালিকায় সোমবার এ তথ্য অন্তর্ভুক্ত করা হয়।
ঘটনাটি ঘটে ২০২০ সালের ৩১ জুলাই রাতে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে। সেখানে বাহারছড়া তদন্তকেন্দ্রে কর্মরত পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। এরপর ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালতে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর র্যাব ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে ঘটনাটিকে একটি 'পরিকল্পিত হত্যাকাণ্ড' হিসেবে উল্লেখ করা হয়।
২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মামলার রায় দেন। এতে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়াও টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও তিনজন স্থানীয় ব্যক্তিকেও একই সাজা দেওয়া হয়। তবে মামলার বাকি সাত আসামিকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি কারাবন্দি আসামিরাও উচ্চ আদালতে আপিল করেন। আজ থেকে শুরু হওয়া শুনানিতে এসব আবেদন একযোগে বিবেচনা করা হবে।