Logo
Logo
×

আইন-আদালত

নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পিএম

নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সোমবার (১৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। একই অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। পরে লাশ নিয়ে মিছিল করার সময় আবারও গুলি ছোড়া হয়, এতে আরও একজন নিহত হন। জুলাই আন্দোলনে নরসিংদীতে প্রায় ২০ জন শহীদ এবং হাজারেরও বেশি মানুষ আহত হন।

জুলাই গণহত্যায় এখন পর্যন্ত ২২টি মামলায় ১৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ৫৪ জন, যাদের অধিকাংশই পুলিশ সদস্য। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্ত রিপোর্টে বিভিন্ন পেশার আসামিদের চিত্র উঠে আসবে।

এই মামলার অগ্রগতি এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। গণহত্যার ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন