Logo
Logo
×

আইন-আদালত

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০১:৩৪ পিএম

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

দেশব্যাপী তীব্র প্রতিবাদের মধ্যে মাগুরায় শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, রিট আবেদনটি হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। 

এর আগে ১৯ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি জানান, শিশুটির বিষয়ে বিভিন্ন সময় সাংঘর্ষিক তথ্য পাওয়া গেছে, যা নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে।

রিটে আদেশ ও রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে, পাশাপাশি শিশুটির ডিএনএ টেস্ট ও ডাক্তারি প্রতিবেদনসহ বিচারিক তদন্তের দাবি জানানো হয়েছে।

এছাড়াও, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ আরও বলেন, সরকার আইন সংশোধন করে মামলা নিষ্পত্তির সময় কমিয়ে আনতে চাইলেও সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুযায়ী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য মাগুরা আদালত থেকে হাইকোর্টে স্থানান্তরের আবেদন জানানো হয়েছে।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, নির্যাতনের শিকার শিশুটি ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

৮ মার্চ ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয় এবং ১৩ মার্চ দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

তার মরদেহ সামরিক হেলিকপ্টারে করে মাগুরায় নিয়ে যাওয়া হয় এবং সেদিনই সন্ধ্যায় দাফন সম্পন্ন করা হয়।

এই নির্মম ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন