কিউকমের চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

ছবি : সংগৃহীত
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের চেয়ারম্যান মো. আইয়ুব আলী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, গত বছরের ১৩ আগস্ট কিউকমের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা কিউকম ডট কম নামে একটি ই-কমার্স সাইটের মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেখিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ২০২১ সালের ২৭ জুন ‘বিগ বিলিয়ন রিটার্ন’ ক্যাম্পেইন থেকে বাদী ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার পণ্য অর্ডার করেছিলেন। বাদী এসআইবিএল ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে এই অর্থ প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে ব্যর্থ হন আসামিরা এবং পরবর্তীতে বাদীকে হুমকি দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত করে এবং ২৮ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। এরপর আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও তারা আদালতে উপস্থিত হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তদন্ত ও পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।