Logo
Logo
×

আইন-আদালত

চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি লতিফ রিমান্ডে

Icon

যুগের চিন্তা ২৪ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫২ এএম

চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি লতিফ রিমান্ডে

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে মাহিন হত্যা মামলায় একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলায় যুবলীগকর্মী তৌহিদুল ইসলামকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড আদেশ দেন। মামলার শুনানিতে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় দোকানকর্মী সাইমান ওরফে মাহিন খুন হন। হত্যাকাণ্ডের পর মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন, যেখানে ৪৪ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ৩০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জাবেদ জানান, এম এ লতিফ ও তৌহিদুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানির পর সাবেক এমপি লতিফের একদিন এবং তৌহিদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত বছরের ১৭ আগস্ট চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে পুলিশ সাবেক এমপি এম এ লতিফকে গ্রেপ্তার করে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হামলার কয়েকটি মামলায় আসামি করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন