Logo
Logo
×

আইন-আদালত

পি কে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট ৫ ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

পি কে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট ৫ ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

ফাইল ছবি

প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

যাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন—অমল কৃষ্ণ দাস, মো. সিদ্দিকুর রহমান, মাহফুজা রহমান বেবী, ইনসান আলী শেখ ও হাফিজা রহমান।  

দুর্নীতি দমন কমিশনের পক্ষে উপ-পরিচালক মো. সালাউদ্দিন তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

আবেদনে বলা হয়, রিলায়েন্স ফাইন্যান্স ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন আছে। অভিযোগকারীরা অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কর্তৃক ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং ‘সিমটেক্স টেক্সটাইল লিমিটেড’-এর নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ১২১ কোটি ৩০ লাখ টাকা ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ ও পাচার করা হয়েছে। উল্লিখিত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো দ্রুত ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে পরবর্তীতে উল্লিখিত হিসাবে জমাকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন