Logo
Logo
×

আইন-আদালত

সাবেক এমপি সোলায়মান জোয়ার্দ্দারের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ এএম

সাবেক এমপি সোলায়মান জোয়ার্দ্দারের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন।

আদালতের আদেশে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অগ্রণী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক এবং জেলা সঞ্চয় অফিস চুয়াডাঙ্গার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসব অবৈধ অর্থ ওই ব্যাংকগুলোর ৩৫টি হিসাবে জমা ও লেনদেন করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে তিনি এসব অর্থ অন্যত্র সরিয়ে নেয়া, বিদেশে পাচার বা বেহাত করার চেষ্টা করছেন। তাই ওই ব্যাংক হিসাবগুলো এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করা প্রয়োজন বলে জানায় দুদক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন