ইউনিলিভার বাংলাদেশ-এর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের তিন কর্মকর্তাসহ কোম্পাণীর বিরুদ্ধে সমন জারি করেছে ঢাকার একটি আদালত। ওই কোম্পানির প্রাক্তন পরিবেশক অগ্রণী ট্রেডিংয়ের দায়ের করা সালিশি মামলার প্রেক্ষিতে ঢাকা জেলা জজ আদালত বুধবার এই আদেশ জারি করে।
মামলায় নাম উল্লেখিত আসামীরা হলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাহারুল ইসলাম মোল্লা এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অর্থ পরিচালক জিনিয়া তানজিনা হক।
এর আগে, গত বছরের ২৯শে আগস্ট, অগ্রণী ট্রেডিংয়ের বাণিজ্যিক নির্বাহী মো. সালাউদ্দিন ফেরদৌস ঢাকা জেলা জজ আদালতে সালিশি মামলা দায়ের করেন।
এদিকে, আরবিট্রেশন আইনের অধীনে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্সের দায়ের করা আরেকটি সালিশি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে, ২১শে জানুয়ারী, ঢাকার আরেকটি আদালত মাসুদ অ্যান্ড ব্রাদার্সের দায়ের করা জালিয়াতির মামলায় মো. নাহারুল ইসলাম মোল্লা এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আরও চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এই মামলার অন্য আসামিরা হলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অর্থ পরিচালক জিনিয়া তানজিনা হক, এরিয়া ম্যানেজার (সেন্ট্রাল সাউথ রিজিওন) কায়সার মাহমুদ চৌধুরী, সিনিয়র এরিয়া ম্যানেজার (ওয়ারি) এম শোয়েব কামাল এবং ক্লাস্টার হেড (সেন্ট্রাল সাউথ ক্লাস্টার) সৈয়দ জিকরুল বিন জমির।



