জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি পলক: আইনজীবী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:২১ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বরং তিনি আন্দোলনকারীদের প্রতি সংবেদনশীল ছিলেন বলে দাবি করেছেন তার আইনজীবী লিটন আহমেদ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
লিটন আহমেদ জানান, অভিযোগ গঠনের বিষয়ে পলকের পক্ষে ডিসচার্জ আবেদন করা হয়েছে। তবে মামলাটি অত্যন্ত জটিল হওয়ায় যুক্তি উপস্থাপনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তিনি বলেন, “জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ৯৭টি মামলা রয়েছে। তিনি ৮৯ দিন রিমান্ডে ছিলেন। এ অবস্থায় আমাদের যুক্তি উপস্থাপনের জন্য আরও সময় প্রয়োজন ছিল।”
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট সময়ে ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। পলক কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি এবং ইন্টারনেট সম্পূর্ণ বন্ধও ছিল না। শুধুমাত্র গুজব প্রতিরোধে সীমিত করা হয়েছিল।
আইনজীবী দাবি করেন, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ইন্টারনেট সংক্রান্ত প্রতিটি ঘটনায় পলকের ব্যাখ্যা রয়েছে। প্রসিকিউশনের আনা সাক্ষ্য থেকেও প্রমাণিত হয় যে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান নেই। তাই তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পলকের হাতে ছিল না। বরং তিনি ছাত্র-ছাত্রী ও আন্দোলনকারীদের প্রতি সংবেদনশীল ছিলেন এবং সবসময় সমাধানের চেষ্টা করেছেন।



