Logo
Logo
×

আইন-আদালত

মমতাজের ৩ বাড়ি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

মমতাজের ৩ বাড়ি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়ি এবং ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর ডিওএইচএসে একটি বাড়ি এবং মানিকগঞ্জে দুটি বাড়ি। পাশাপাশি ঢাকা ও মানিকগঞ্জে থাকা মোট ৪৭৪ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে।

বর্তমানে মমতাজ বেগম কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে। এছাড়া মানিলন্ডারিংয়ের অভিযোগও তদন্তাধীন।

দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের মাধ্যমে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন