হাদি হত্যা মামলায় অভিযোগপত্র পর্যালোচনায় বাদীপক্ষ সময় নিল দুই দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) পর্যালোচনার জন্য বাদীপক্ষ দুই দিনের সময় নিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চান। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল। আদালত আবেদন মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন হাদির ভাই ওমর হাদীও আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে বাদী আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের জানান, অভিযোগপত্র নিয়ে আপত্তির বিষয়ে সিদ্ধান্ত তারা ১৫ জানুয়ারি জানাবেন।
গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ারে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।
গোয়েন্দা পুলিশ গত ৬ জানুয়ারি মামলার অভিযোগপত্র দাখিল করে। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে পাঁচজন পলাতক রয়েছে।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ অভিযোগপত্রে উল্লেখ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়াতেই আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালায়।



