Logo
Logo
×

আইন-আদালত

এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ

ছবি : সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর উপরের স্থাপনা ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা ক্রোক চেয়ে আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট সত্ত্বা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মমাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমান সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা এসব স্বার্থ সংশ্লিষ্ট সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এ টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এজন্য সাইফুল আলম ও তার পরিবারের সদস্যবৃন্দসহ তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ জরুরী ভিত্তিতে ফ্রিজ করা প্রয়োজন।

এমতাবস্থায় সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট ৪৫১ দশমিক ৬৬ শতাংশ জমি ও তার উপরস্থ স্থাপনা জরুরিভিত্তিতে ক্রোক আদেশ প্রদান জরুরী। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন