Logo
Logo
×

আইন-আদালত

দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এনসিপি নেতা আখতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এনসিপি নেতা আখতার

ছবি : সংগৃহীত

হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সচিব আখতার হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালত তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।

আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম জানান, ২০২১ সালে দায়ের হওয়া পৃথক দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তার মক্কেল। শুনানি শেষে আদালত এক মামলায় ৫০০ টাকা এবং অন্য মামলায় ১ হাজার টাকা মুচলেকায় মোট ১,৫০০ টাকার জামিন দেন।

শুনানির আগে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা হয়েছিল। এর মধ্যে চারটিতে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনের পর শাহবাগ থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা হয়। একই বছরের ১৩ এপ্রিল রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতার বিতরণের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে শহীদ মিনারের সামনে থেকে আটক করে এবং পরে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন