Logo
Logo
×

আইন-আদালত

গুম-নির্যাতন মামলায় হাসিনার পক্ষের আইনজীবী আমীর হোসেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

গুম-নির্যাতন মামলায় হাসিনার পক্ষের আইনজীবী আমীর হোসেন

ছবি : সংগৃহীত

গুম-নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমীর হোসেনকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৩ নভেম্বর একই মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি আদালতে উপস্থিত না হয়ে ফেসবুক ভিডিও বার্তায় জানান, শেখ হাসিনার পক্ষে লড়বেন না। পরে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং সরে দাঁড়ান। এরপর আদালত নতুন করে আমীর হোসেনকে নিয়োগ দেয়।

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল) গুমের ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামি রয়েছেন। এর মধ্যে ১০ জন গ্রেফতার আছেন, যারা র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাদের বুধবার সকাল সোয়া ১০টার দিকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক।

অন্যদিকে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) গুমের ঘটনায় দায়ের করা আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজন গ্রেফতার রয়েছেন— প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। এ মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১০ জন পলাতক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন