প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল)কে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যও।
গত রোববার মামলার একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি—রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এদিন রায়ের তারিখ ধার্য করা হয়েছিল। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপিত হয়নি এবং তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি।
দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) জানান, তারা আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছিলেন। তবে খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান দাবি করেন, দুদক তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি।
আদালত সূত্র জানায়, পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক। তাতে অভিযুক্ত হন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ আরও বহু কর্মকর্তা ও সাবেক দায়িত্বশীল ব্যক্তিরা।
মামলাগুলোতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব, অতিরিক্ত সচিব, প্রশাসনিক কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যান, বিভিন্ন সদস্য ও কর্মকর্তাসহ মোট কয়েক ডজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে তিনটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। তদন্তে উঠে আসে, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য হয়েও ১০ কাঠা করে প্লট নেন।
এসব মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ জয় ও পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন আদালত।



