Logo
Logo
×

আইন-আদালত

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ছবি : সংগৃহীত

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত রায়ে বলা হয়েছে, এসব ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার, উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়।

২০১৮ সালে জীবনরক্ষাকারী ১১৭টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে অন্যান্য ওষুধের মূল্য নির্ধারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সার্কুলারের বিরুদ্ধে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। পরে এ বিষয়ে হাইকোর্ট রুল জারি করে।

রিটকারীরা যুক্তি দেন, ওষুধ মানুষের জীবনধারণ ও রোগ থেকে মুক্ত থাকার অন্যতম মাধ্যম। তাই মূল্য নির্ধারণে সরকারের ক্ষমতা সীমিত করার সিদ্ধান্ত নাগরিকদের বেঁচে থাকার অধিকারকে ক্ষুণ্ন করে।

রিটকারী ও বিবাদীপক্ষের শুনানি শেষে চলতি বছরের ২৫ আগস্ট বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কুলারকে অবৈধ ঘোষণা করে। রায়ে বলা হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জীবনরক্ষাকারী ওষুধের দাম সরকার নির্ধারণ করবে এবং তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী সরকার ১৯৯৩ সালে ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। তবে ১৯৯৪ সালে ক্ষমতা সীমিত করে ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণ সরকারের হাতে রেখে অন্যান্য ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন