সাবেক মেয়র আইভীকে নতুন ৫ মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টে জামিন আটকাতে আরও ৫টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাতে আবেদন করেছে পুলিশ।
গণঅভ্যুত্থানের সময় হামলা করে হত্যার অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা চারটি হত্যা মামলায় এবং সদর থানা পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় সোমবার ও মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। এই পাঁচটি মামলার কোনোটির এজাহারে আইভীর নাম ছিল না।
রাজনৈতিক প্রতিপক্ষ পুলিশকে প্রভাবিত করে শ্যোন অ্যারেস্টের আবেদন করিয়েছে বলে অভিযোগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, আইভীকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে তাকে গ্রেফতারের পরপরই নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত একশ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আইভীকে পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছেন।
ফতুল্লা থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের সময় ইয়াসিন, আব্দুর রহমান, পারভেজ ও মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তারা শ্যোন অ্যারেস্ট করতে আবেদন করেছেন। তারা তদন্ত করতে গিয়ে এসব মামলায় নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় এ আবেদন করেন।
নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. কাউয়ুম খান জানান, এসব মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ নভেম্বর সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট করার বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী আওলাদ হোসেন বলেছেন, স্বচ্ছ রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনে ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করে শ্যোন অ্যারেস্টের এ আবেদন করিয়েছে।
তিনি বলেন, সেই কবে এই মামলাগুলো হয়েছে, তদন্তও হয়েছে। এতদিন পুলিশ কর্মকর্তারা এ আবেদন না করে তার জামিন হওয়ার পরে কেন করলেন এটা সবাই বুঝতে পারে।
তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। যখন ফ্যাসিস্টরা লকডাউন দিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তখন- এমন সময় তার জামিন হয়েছে তার জন্য তিনি বের হলে লোকজন দিয়ে নৈরাজ্য তৈরি করতে পারেন। আমরা প্রশাসনকে প্রভাবিত করি নাই। আইন আইনের গতিতে চলবে। রাজনীতি রাজনীতির গতিতে চলবে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, কোনো রাজনৈতিক চাপে এ আবেদন করা হয়নি। তাকে গ্রেফতার করতে গেলে বিপুলসংখ্যক মানুষ তাকে গ্রেফতারে বাধা দেন। তার ইন্ধন ছাড়া এত মানুষ জড়ো হয়নি। এ বিষয়টি ও হত্যা মামলাগুলোতে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়।



