Logo
Logo
×

আইন-আদালত

সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থপাচারের ১৭ মামলায় অভিযোগপত্র দাখিল শিগগির

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম

সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থপাচারের ১৭ মামলায় অভিযোগপত্র দাখিল শিগগির

ছবি : সংগৃহীত

বাণিজ্যের আড়ালে বিদেশি ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ১৭টি মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র দ্রুত দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৯ নভেম্বর) বিকেলে মালিবাগে সিআইডির সদর দফতরে মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
 
সিইআইডি জানিয়েছে, মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করবেন তারা। এতে সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাম আসামি করা হয়েছে।

সূত্র জানিয়েছে, তদন্তে দেখা গেছে বিদেশি বাণিজ্যের নামে বিভিন্ন ভুয়া এলসি খুলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে। এসব অর্থ বিদেশে পাঠানো হয়েছে বিভিন্ন মাধ্যমে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন