Logo
Logo
×

আইন-আদালত

অস্ত্র মামলা

সুব্রত বাইনসহ চারজনের বিচার শুরুর নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম

সুব্রত বাইনসহ চারজনের বিচার শুরুর নির্দেশ

ছবি : সংগৃহীত

ঢাকার হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক ফাহমিদা জাহাঙ্গীর আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী মাহফুজ হাসান জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সুব্রত বাইনের সহযোগী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, এম এ এস শরীফ এবং আরাফাত ইবনে নাসির।

শুনানির সময় কারাগারে থাকা সুব্রত বাইন ও আরাফাতকে আদালতে হাজির করা হয়, অন্যদিকে মোল্লা মাসুদ ও শরীফ ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। শুনানি শেষে বিচারক অভিযোগ পড়ে শোনান এবং আসামিদের দোষী না নির্দোষ জানতে চান। তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত আগামী ১৬ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ২৭ মে সেনাবাহিনীর অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় শরীফ ও আরাফাতকে। অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।

পরদিন ২৮ মে হাতিরঝিল থানায় এসআই আসাদুজ্জামান অস্ত্র আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, সুব্রত বাইন ও তার সহযোগীরা সেভেন স্টার গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন। ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাম প্রকাশ করে এবং ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে।

গত ১৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন