Logo
Logo
×

আইন-আদালত

অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে মুক্তির আদেশ: আসিফ নজরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম

অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে মুক্তির আদেশ: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে যে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তা দূর করতে কাল (বুধবার) থেকে অনলাইনে জামিননামা (বেইল বন্ড) পাঠানোর ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে এক ক্লিকেই আদালতের জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে, আসামির মুক্তির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেক সংস্কার করেছি—একেবারে নিজেরা, কারো সহযোগিতা ছাড়াই। কাল অনলাইন জামিননামা উদ্বোধন করব। একজন ব্যক্তি জামিন পাওয়ার পর মুক্তি পেতে এখন পর্যন্ত ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কিছু ধাপে টাকা খরচ করতে হয়, হয়রানিও হতে হয়। আগামীকাল থেকে আমরা পাইলট প্রকল্প হিসেবে অনলাইন ব্যবস্থা চালু করছি—একটি ক্লিকের মাধ্যমে আদালতের আদেশ সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, এটি সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। কোনো বিদেশি বা বেসরকারি সহযোগিতা লাগেনি। সরকারের নিজস্ব তহবিলে আমরা অনেক ভালো কাজ করতে পারি। উদাহরণস্বরূপ, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ হাজার ৬০০ কোটি টাকা, রেজিস্ট্রার অফিসে ১ হাজার ৫০০ কোটি টাকা রয়েছে—যা আমরা নিজেরা ব্যবহার করেই জনকল্যাণমূলক কাজে লাগাতে পারি।

বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই হবে। বিচার বিভাগ সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন