আয়নাঘরে গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
ছবি : সংগৃহীত
জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি), যা আয়নাঘর নামে পরিচিত, সেখানে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলায় শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককেও অন্যতম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই মামলায় অভিযোগ রয়েছে যে, জেআইসি-তে গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। প্রসিকিউশন পক্ষ থেকে মামলার তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু করা হয়েছে।



