Logo
Logo
×

আইন-আদালত

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পিএম

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর

ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগির শুরু হবে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামক একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি। প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং শিগগির আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। তদন্ত পুরোদমে শুরু হলে বলা যাবে, দল হিসেবে আওয়ামী লীগ কতটা বিচারের মুখোমুখি হতে পারে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।

চিফ প্রসিকিউটর আরও জানান, চলতি অক্টোবর মাসেই কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে। অনেক মামলার বিচার চলছে, কয়েকটির ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি বড় কিছু মামলায় চার্জশিট এবং ফরমাল চার্জও দাখিল হবে বলে আশা করছি।

এদিকে, কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করেছে প্রসিকিউশনশুনানি শেষে আগামীকাল সোমবার (৬ অক্টোবর) তাদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন