Logo
Logo
×

আইন-আদালত

রাজারহাটে নকল সার ও কীটনাশক কারখানা, জরিমানা

Icon

রাজু মোস্তাফিজ,কুড়িগ্রাম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

রাজারহাটে নকল সার ও কীটনাশক কারখানা, জরিমানা

নকল সার পুড়িয়ে নষ্ট করা হয়-

কুড়িগ্রামের রাজারহাটে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪/৫টন নকল ও ভেজাল সার জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করে দিয়েছে প্রশাসন। সেই সাথে ভ্রাম্যমান আদালত ভেজাল কারবারী মালিকের কাছ থেকে ১লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফায়ার সার্ভিসের পাশে চাকিরপশার পাঠক গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেনের বাড়িতে।

দীর্ঘদিন ধরে বেলাল হোসেন(৫০) তার নিজ বাড়িতে ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানা দিয়ে বিভিন্ন নামিদামী কোম্পানীর প্যাকেটে প্যাকেট জাত করে ভেজাল সার ও কীটনাশক বিভিন্ন হাট বাজারে বাজারজাত করে আসছে। ফলে কৃষকরা এসব ভেজাল সার ও কীটনাশক ব্যবহার করে প্রতারনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিসার সামছুন্নাহার সাথী রাজারহাট থানার পুলিশের সহযোগীতায় ভেজালও নকল সার এবং কীটনাশক কারবারী বেলাল হোসেনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন। ওই বাড়ি থেকে ভেজাল সার ও কীটনাশক তৈরি সরঞ্জামাদীসহ ৪/৫ টন ভেজাল ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএফপি, দস্তা, ব্রণ ও জিপসাম জব্দ করে। এছাড়া বিভিন্ন নামিদামী কোম্পানির নাম ব্যবহার করা ভেজাল ও নকল কীটনাশকও জব্দ করেন।

মঙ্গলবার সকালে গিয়ে সত্যতা পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পুলিশের সহযোগীয়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেলাল হোসেনের ১লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত ভেজাল সার ও কীটনাশক জনসম্মূখে আগুড়ে পুড়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী।

উপজেলা কৃষি অফিসার সামছুন্নাহার সাথী জানান গত রাতে ভেজাল সার কারখানার খবর পেয়েই গভীর রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করিতার বাড়ির প্রতিটি ঘরের বিছানা সহ সব জায়গায় এসব ভেজাল সারকীটনাশক রাখা ছিল শুধু ভেজালকারী নয় যারাই সার নিয়ে কৃষকের সাথে প্রতারনা করার চেষ্টা চালাবে তাদেরকে আইনের আওতায় আনা হবেআমাদেরঅভিযান অব্যাহত থাকবে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন