শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান শেষ
আদালত প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী সাবরিনা আফরোজ সেবন্তী। এর মধ্য দিয়ে এ মামলায় ঘটনার সাক্ষ্য প্রদান শেষ হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার সাবরিনা আফরোজের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে আবদুল্লাহ আল-মামুন এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সাক্ষ্য গ্রহণ শেষ হলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, এই সাক্ষীর (সাবরিনা আফরোজ) সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ মামলায় ঘটনার সাক্ষ্য প্রদান শেষ হলো। এরপর জব্দ তালিকার সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদান হলে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। তারপর যুক্তিতর্ক এবং রায় দেওয়া হবে।
জবানবন্দিতে শিক্ষার্থী সাবরিনা আফরোজ বলেন, তাঁর ভাই মাহামুদুর রহমান (সৈকত) গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে আন্দোলনে অংশ নিয়েছিল। গত বছরের ১৯ জুলাই বিকেলে পুলিশ খুব কাছ থেকে তাঁর ভাইকে গুলি করে হত্যা করে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার কিছু ফোন রেকর্ড শুনতে পান উল্লেখ করে জবানবন্দিতে সাবরিনা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হাসানুল হক ইনুর (জাসদের সভাপতি) সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ তিনি শুনতে পান। সেই ফোনালাপে শোনা যায়, শিক্ষার্থীদের ওপর বম্বিং (বোমা মারার) করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।



