Logo
Logo
×

আইন-আদালত

বগুড়া আদালত থেকে পালালো জোড়া খুনের আসামি

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

বগুড়া আদালত থেকে পালালো জোড়া খুনের আসামি

ছবি-যুগের চিন্তা

বগুড়ায় আদালত থেকে পালিয়ে গেছে জোড়া খুনসহ ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম । সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় আলোচিত মামলার আসামি রফিকুল ইসলাম(৪০)।

তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে এবং উপজেলার জিয়ানগর এলাকায় শশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যা ও ডাকতি ঘটনার প্রধান আসামী।

বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রফিকুল ইসলামকে সোমবার জেলাখানা থেকে আদালতে হাজিরা দেয়ার জন্য নিয়ে আসা হয়। হাজিরা শেষে জেলখানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আদালতে কর্মরত পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪ টার দিকে হাজত খানা থেকে আসামী বের করার সময় ভীড়ের মধ্য থেকে পালিয়ে যায় রফিকুল ইসলাম।

 বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন পালিয়ে যাওয়া রফিকুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন