নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া গরুসহ যুবক গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
ছবি-সংগৃহীত
রাজবাড়ীর আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা ও ভাঙচুরের সময় লুট হওয়া একটি গরুসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম সজীব শেখ (২৬)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার উজ্জ্বল শেখের ছেলে। এ নিয়ে নুরাল পাগলার দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় পুলিশ মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব এসব তথ্য নিশ্চিত করেন।
নুরাল পাগলার দাফন ইস্যুতে তাঁর দরবারে ৫ সেপ্টেম্বর ইমান-আকিদা রক্ষা কমিটি ও তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে উত্তেজিত একটি দল তাণ্ডব চালায়। এতে রাসেল মোল্লা (২৭) নামের এক যুবক নিহত হন। আহত হন অনেকে। ঘটনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।



