Logo
Logo
×

আইন-আদালত

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ আর নেই

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সালাউদ্দীন আহমেদ। ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন।

তিনি ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে যোগ দেন এবং ১৯৮২ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে এলএলবি পাস করার পর ১৯৮০ সালে আইন পেশায় যুক্ত হন সালাউদ্দীন। পরবর্তীতে ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় প্রবেশের আগে তিনি ছিলেন শিক্ষক। ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক এবং ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের আইন অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন