Logo
Logo
×

আইন-আদালত

টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি-যুগের চিন্তা

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফনদীর সুইচগেইট এলাকার থেকে মো. ওমর সিদ্দিক (২৮) নামে একজন মিয়ানমারের নাগরিককে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার ওই যুবক মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু টাউন শিফে খারাংখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওসমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচগেইট এলাকার কেওড়া বাগান থেকে ইয়াবা এ চালানটিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে কণের্ল মো আশিকুর রহমান।

এ উপলক্ষে বিকেলের দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে কণের্ল মো আশিকুর রহমান। উপস্থিত ছিলেন-র্যাবের সহকারী পুলিশ সুপার আ ম ফারুক। টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অপারেশন কমর্কতা লেঃ মো. সাদিক রাফি, ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে কণের্ল মো আশিকুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত হিমেল রায় বলেন, মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন