Logo
Logo
×

আইন-আদালত

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন, এবং আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা জানান, “আসামিরা প্রতারণার মাধ্যমে মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। রায় ভুক্তভোগীদের জন্য ন্যায়ের একটি ধাপ, যদিও এটি পর্যাপ্ত নয়।”

মামলার পেছনের ঘটনা:

২০২৩ সালের ৭ ডিসেম্বর মো. আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।

পিবিআই-এর উপ-পুলিশ পরিদর্শক বাসুদেব সরকার তদন্ত শেষে ২০২৪ সালের ২৭ মার্চ প্রতিবেদন জমা দেন।

৯ ডিসেম্বর অভিযোগ গঠন এবং তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।

অভিযোগে বলা হয়, রাসেল ও শামীমা পরস্পর যোগসাজশে ইভ্যালি প্রতিষ্ঠা করে সুপরিকল্পিতভাবে প্রতারণা করেন।

তারা চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেন,

বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন,

কিন্তু পণ্য সরবরাহ না করে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ করেন।

এই রায় বাংলাদেশে ই-কমার্স খাতে প্রতারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন