রাঙ্গামাটি জেলা পরিষদে দুদুকের অভিযান
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
ছবি-যুগের চিন্তা
নিয়োগ বাণিজ্য, ঘুষ ,টেন্ডারবাজি, খাদ্য শস্য বিতরণে আনিয়, উন্নয়কর্মকাণ্ডের বিল আটকে বড় অঙ্কের ঘুষ আদায়সহ নানা দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
বুধবার সকালে দুদকের রাঙ্গামাটি কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জেলা পরিষদের অধিকাংশ সদস্য ও কর্মকর্তারা অফিসে অনুপস্থিত ছিলেন। অভিযান শেষে উপপরিচালক মো. জাহিদ কালাম সাংবাদিকদের জানান,জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকে চাঁদাবাজি, কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতিসহ নানা অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের প্রেক্ষিতে হেড অফিস থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়। সরেজমিনে এসে দেখা গেছে, কর্মক্ষেত্রে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত। আমরা বিভিন্ন ফাইলপত্র রেকর্ডের তথ্য চেয়েছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা তা দাখিল করতে ব্যর্থ হয়েছেন বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে চলমান তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে একটি ফাইল অনুসন্ধান চলছে। নতুন করে যে অভিযোগগুলো আসছে সেগুলোও যাচাই করা হবে।
দুদক এর তথ্য অনুযায়ী, জেলা পরিষদের বিরুদ্ধে মোট ১৬টি বিষয়ে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে বাজার ফান্ড, হাঁস-মুরগির খামার, যুব উন্নয়ন অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, সমাজসেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, টে-ার বাণিজ্য , নিয়োগ বাণিজ্য ও পদায়ন বাণিজ্যসহ একাধিক খাত। রেকর্ডপত্রে গরমিল ধরা পড়লে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রটি জানায়।
এদিকে রাঙ্গামাটি শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ না করেই অর্থ আত্মসাৎ করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দুদক কি ব্যবস্থা নিয়েছে এমন প্রশ্নের জবাবে দুদকের রাঙ্গামাটি সমন্বিত কাযালয়ের উপ-পরিচালক বলেন, এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি; এবং সেটি কেন্দ্রীয় কাযালয়ে প্রেরণ করেছি। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেলে আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম কোথায় গেলো সে বিষয়ে তদন্ত করবো।
অভিযানে দুদকের রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনও ছিলেন। গত ৮ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও নির্বাহীপ্রকৌশলী সহ দুদকের অপর এক আত্মসাতের মামলায় আদালত থেকে ৯ জনের বিরুদ্ধে প্রেফতারি পরোয়ানা জারি করেছে। জেলার সবচেয়ে বড় জন প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের লাগামহীন দুর্নীতি কথা সকলের মুখে মুখে হয়েছে । এর লাগাম টেনে ধরা প্রয়োজন বলে এলাকার সচেতন মহলের দাবি।



