Logo
Logo
×

আইন-আদালত

নুরাল পাগলার লাশের ওপর তেল ছিটানো ব্যক্তি গ্রেপ্তার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

নুরাল পাগলার লাশের ওপর তেল ছিটানো ব্যক্তি গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশের ওপর তেল ছিটানো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নজরুল ইসলামের (৩৩) বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ায়।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। নতুন করে কোনো অঘটন এড়াতে গত শুক্রবার থেকে দরবার ও শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, নুরাল পাগলার দরবারে হামলায় অগ্নিসংযোগ, গুরুতর জখম, লুটপাট, হত্যা এবং কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে নুরাল পাগলার লাশের ওপর তেল ছিটানো ব্যক্তি হিসেবে ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন