Logo
Logo
×

আইন-আদালত

বগুড়ায় দূর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

বগুড়ায় দূর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ছবি-যুগের চিন্তা

শেরপুরের শাহ-বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মেলায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জারি হওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী রবিবার থেকে এই আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন না করা ও নানা ধরণের আর্থিক অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে আসছিল চেয়ারম্যানের বিরুদ্ধে। জেলা প্রশাসকের সুপারিশে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। এরপর তাকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যান আবুল কালাম আজাদের কর্মকাণ্ড শুধু ইউনিয়ন পরিষদ নয়, জনস্বার্থেরও পরিপন্থী। তাই কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে অবিলম্বে এই পদক্ষেপ নেওয়া হলো।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান সত্যতা নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার দুপুরে আমরা প্রজ্ঞাপন হাতে পেয়েছি। আগামী রবিবার থেকে তা কার্যকর হবে।”

উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন আবুল কালাম আজাদ। পাশাপাশি তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

কিন্তু নির্বাচনের পরপরই তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তুলতে থাকেন ইউপি সদস্যরা। সচিবের রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে তারা দীর্ঘদিন প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য একযোগে তার বিরুদ্ধে ১ কোটি ৩০ লাখ টাকা লুটপাটের লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন